কৃষি জমি সুরক্ষা আইন হচ্ছে ----কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন দেশে কৃষি জমি রক্ষার জন্য শিগগিরই একটি সুরক্ষা আইন করা হচ্ছে। কারণ দেশে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই কারণে কৃষি জমিতে দালান কোটা তৈরির পাশাপাশি শিল্প কলকারখানা বিল্ডিং তৈরি হচ্ছে এজন্য কৃষি জমি ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। কৃষি জমি কমে গেলে ভবিষ্যতে খাদ্য ও সবজি উৎপাদন কমে যাবে তখন বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাবে এই কারণে কৃষি জমি সুরক্ষা আইন করা জরুরী। তিনি বলেন শীতের প্রথম দিকেই সবজির দাম কমে যাবে এবং বর্তমানে শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে। তিনি বলেন এবছর পেঁয়াজের উৎপাদন খুবই ভালো। এ বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় আলুর দাম কৃষকরা ঠিকমতো না পাওয়া তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন দেশে সারের কোন সংকট নেই, সারের দামও বৃদ্ধি পাবে না। তিনি বলেন কৃষকরা জমিতে ইউরিয়া সার বেশি ব্যবহার করেন এতে করে জমির উর্বরা শক্তি কমে যায় সেজন্য কৃষকরা যাতে সহনীয় পর্যায়ে সার ব্যবহার করেন সেজন্য তাদেরকে সচেতন করতে হবে। সার কারখানায় গ্যাসের মূল্য বৃদ্ধি পেলেও স্যারের দাম বৃদ্ধি করা হবে না, কৃষকরা নির্দিষ্ট দামে সার পাবে, সরকার সারে ভর্তুকি দিয়ে থাকে। বর্তমানে সারের দাম নিম্নমুখী আছে। ২৯ অক্টোবর বিকেলে কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষি উপদেষ্টা উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড মো এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব সেলিম খান, অতিরিক্ত সচিব আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব নাসির উদ দৌলা, অতিরিক্ত সচিব শওকত রশিদ চৌধুরী, অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম ও অতিরিক্ত সচিব ডক্টর মো মাহমুদুর রহমান প্রমুখ।
।
।
 
                 
                                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                .jpg) 
                                 
                                 
                                 
        


